আমার যাবার সময় হল দাও বিদায়মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।।ফোটে যে ফুল আঁধার রাতেঝরে ধুলায় ভোর বেলাতে।।আমায় তারা ডাকে সাথীআয়রে আয়সজল করুন আঁখি তোলো দাও বিদায়অন্ধকারে এসেছিলামথাকতে আঁধার যাই চলেক্ষনেক ভালবেসেছিলে চিরকালের নাই হলেহল চেনা হল দেখানয়ন জলে রইল লেখাদর বিরহী ডাকে কেকা বরষায়ফাগুন স্বপন ভোলো ভোলো দাও বিদায়।।
Tuesday, 12 May 2015
কাজি নজরুল ইসলাম কবিতা আমার যাবার সময়।হল poem
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment