
এশিয়া কাপকে সামনে রেখে কোন দরনের পেশার নেন্নি এই তরুণ।মুস্তাফিজ সম্পর্কে ভারতিও খেলোয়াড় ভিরাট কোহলি বলেন মুস্তাফিজ খুভ ভাল বল করে আমি তার খেলা দেখেছি মুগ্ধ করার মত বল।আমাদের সাথেও অসাধারন বল করেছে। বাংলাদেশের জন্য এটি বিরাট ফ্যাক্টর হয়ে দারাবে পুরো টুর্নামেন্টে। মুস্তাফিজের দুর্দান্ত বোলিং ভারতের লাইনআপ কে ছিটকে দিতে পারে বলে জানান কোহলি।১৪০ কিঃমির সঙ্গে স্লোয়ার বল ছিল আমাদের জন্য এক নতুন বিজ্ঞতা।প্রতি পক্ষের এমন একজন বোলার থাকা খুভই বিপজ্জনক। তবে বিশ্বের অন্যতম এই ব্যাটসম্যান এটি কে দেকছেন বিহত দৃষ্টি কোন থেকে। ভারতের টেস্ট অধিনায়ক বলেন মুস্ততাফিজের মত বোলার থাকা ক্রিকেটের জন্য খুভ গুরুত্বপূর্ণ ।
খেলার খবর
No comments:
Post a Comment