Young Generation zone

Different kinds of audio clip , video clip and Magazines are available here

Recent Posts

Tuesday, 23 February 2016

মুস্তাফিজুর রাহমান কে নিয়ে যা বললেন ভিরাট কোহলি




ক্রিকেট বিশ্ব কে চমকে দিয়ে প্রথম ওয়ানডে শুরু করেন মুস্তাফিজ। বা হাতি এই বোলার পর পর দেখিয়া দিলেন বিশ্বকে তুলে নিলেন একের পর এক উইকেট।তার প্রথম ওয়ানডে নিলেন ৫ উইকেট এখানেই শেষ নয় পড়ের ওয়ানডে তে আরও ৬ টি উইকেট নিয়ে চমক দেখালেন এই ১৯ বছরের তরুণ মুস্তাফিজ।এর পর নিজের মাটিতে দক্ষিন আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে এনে দিলেন এক নতুন সুচনা। সব মিলিয়ে ৯ ম্যাচে তুলে নিলেন ২৬ টি উইকেট যা ছিল বাংলাদেশের জন্য এক গৌরব ময় সময়
এশিয়া কাপকে সামনে রেখে কোন দরনের পেশার নেন্নি এই তরুণ।মুস্তাফিজ সম্পর্কে ভারতিও খেলোয়াড় ভিরাট কোহলি বলেন মুস্তাফিজ খুভ ভাল বল করে আমি তার খেলা দেখেছি মুগ্ধ করার মত বল।আমাদের সাথেও অসাধারন বল করেছে। বাংলাদেশের জন্য এটি বিরাট ফ্যাক্টর হয়ে দারাবে পুরো টুর্নামেন্টে। মুস্তাফিজের দুর্দান্ত বোলিং ভারতের লাইনআপ কে ছিটকে দিতে পারে বলে জানান কোহলি।১৪০ কিঃমির সঙ্গে স্লোয়ার বল ছিল আমাদের জন্য এক নতুন বিজ্ঞতা।প্রতি পক্ষের এমন একজন বোলার থাকা খুভই বিপজ্জনক। তবে বিশ্বের অন্যতম এই ব্যাটসম্যান এটি কে দেকছেন বিহত দৃষ্টি কোন থেকে। ভারতের টেস্ট অধিনায়ক বলেন মুস্ততাফিজের মত বোলার থাকা ক্রিকেটের জন্য খুভ গুরুত্বপূর্ণ ।

খেলার খবর

No comments:

Post a Comment