Young Generation zone

Different kinds of audio clip , video clip and Magazines are available here

Recent Posts

Wednesday, 13 May 2015

কাজি নজরুল ইসলাম।কবিতা শিশু যাদুকর

পার হয়ে কত নদী কত সে সাগরএই পারে এলি তুই শিশু যাদুকর!কোন রূপ-লোকে ছিলি রূপকথা তুই,রূপ ধরে এলি এই মমতার ভুঁই।
নবনীতে সুকোমল লাবণি লয়েএলি কে রে অবনীতে দিগ্বিজয়ে।কত সে তিমির-নদী পারায়ে এলি-নির্মল নভে তুই চাঁদ পহেলি।
আমরার প্রজাপতি অন্যমনেউড়ে এলি দূর কান্তার-কাননে।পাখা ভরা মাখা তোর ফুল-ধরা ফাঁদ,ঠোঁটে আলো চোখে কালো-কলঙ্কী চাঁদ!কালো দিয়ে করি তোর আলো উজ্জ্বল-কপালেতে টিপ দিয়ে নয়নে কাজল।
তারা-যুঁই এই ভুঁই আসিলি যবে,একটি তারা কি কম পড়িল নভে?বনে কি পড়িল কম একটি কুসুম?ধরণীর কোলে এলি একরাশ চুম।স্বরগের সব-কিছু চুরি করে, চোর,পলাইয়া এলি এই পৃথিবীর ক্রোড়!তোর নামে রহিল রে মোর স্মৃতিটুক,তোর মাঝে রহিলাম আমি জাগরুক।

No comments:

Post a Comment