কে আর বুঝিবে হায় এ দেশের বাণী?এ দেশের লোক যারা,সকলইতো গেছে মারা,আছে শুধু কতগুলি শৃগাল শকুনি!সে কথা ভাবিতে হায়এ প্রাণ ফেটে যায়,হৃদয় ছাপিয়ে উঠে – চোখ ভরা পানি।কে আর বুঝিবে হায় এ দেশের বাণী!এ দেশের লোক যতবিলাস ব্যসনে রতএ দেশের দুঃখ কিছু নাহি বুঝে তারা।দেশ গেল ছারেখারে,এ কথা বলিব কারে?ভেবে ভেবে তবু মোর হয়ে গেছে সারা!প্রাণভরা হাহাকারচোখ ভরা অশ্রুধার,এ হৃদি যে হয়ে গেছে মরুভূমি-পারা!
Monday, 18 May 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment