Young Generation zone

Different kinds of audio clip , video clip and Magazines are available here

Recent Posts

Thursday, 2 July 2015

জেনে নিন, ♥♥ মেয়েদের প্রেম নিবেদন করার কিছু উপায়

আপনি যাকে ভালবাসেন তাকে কিছুতেই বলতে
পারতেছেননা আপনার মনের কথা ??
আপনি ইচ্ছা করলে খুব সহজে আপনার প্রিয়
মানুষটিকে মনের কথা প্রকাশ করতে পারেন।
আসুন আমরা জেনে নেই সহজ কিছু কৌশল ,
♥আপনার কাছে কি কোন ম্যাপ আছে? আমি
আপনার চোখে হারিয়ে গিয়েছি কিনা!
♥আপনি কি খুব ক্লান্ত? কারণ অনেকদিন ধরে
আপনি আমার হৃদয়ে ঘুরে বেড়াচ্ছেন!
♥আপনার কোন জমজ বোন আছে? না থাকলে
আপনিই বিশ্বের সেরা সুন্দরী!
♥আপনি কি কোন ম্যাজিশিয়ান? আপনাকে
দেখলে আমার চার পাশের সব কিছু উধাও হয়ে যায়!
♥আমার চোখে কিছু সমস্যা হয়েছে নিশ্চয়।
আপনার দিক থেকে চোখ সরাতেই পারছিনা!
♥ম্যাকডোনাল্ডে গেছেন কখনো? আপনার নামে
এরা একটা বার্গার পেশ করেছে – ম্যাক
গর্জিয়াস!
♥এই কক্ষ/ শ্রেণীর সব থেকে সুন্দরী মেয়ে হতে
কেমন লাগছে?
♥স্বর্গ থেকে কিভাবে নেমে এলেন? সিড়ি দিয়ে
না লিফটে?
♥আপনিঃ আপনি কি গ্রীস থেকে এসেছেন? সেঃ
কেনো? আপনিঃ আমি ভেবেছিলাম সব দেবীরাই
গ্রীস থেকে আসে!
♥আপনি কি “লাভ এট ফার্স্ট সাইট” এ বিশ্বাস
রাখেন, নাকি আরেকবার ঘুরে আসবো?
♥আপনিঃ আপনাকে গ্রেফতার করতে এসেছি! সেঃ
কেনো? আপনিঃ আমার হৃদয় চুরি করার জন্য!
♥আমি আমার ফোন নাম্বার হারিয়ে ফেলেছি।
আপনারটা ধার করতে পারি?
♥আপনার হৃদয়ের রাস্তাটা বলে দিবেন? আমি
আপনার চোখেই হারিয়ে গিয়েছি কিনা!
♥আমি “মেইড ইন বাংলাদেশ” জিনিসই পছন্দ
করি, কিন্তু আপনার গায়ে দেখলাম “মেইড ইন
হ্যাভেন” লেখা!
♥একটা ফুল দিয়ে বলা যেতে পারে, “এই ফুলটাকে
দেখাচ্ছিলাম আপনি কতো সুন্দর!”
♥আমি আপনার চোখে জল হতে চাই। আপনার
চোখে জন্মে, আপনার গাল বেয়ে আপনার মুখে
গিয়ে শেষ হয়ে যাবো!
♥দাড়ান! আমাকে একবার স্বর্গে ফোন করতে হবে!
ওখান থেকে নিশ্চয় একজন হুরপুরী হারিয়ে গেছে!

বিনোদনবিডি।

No comments:

Post a Comment