Young Generation zone

Different kinds of audio clip , video clip and Magazines are available here

Recent Posts

Friday, 3 July 2015

তুমিই আমার সব, আমার আর কিছুই নেই : হ্যাপী

নাজনীন
আক্তার
হ্যাপী

ফেসবুকে
বসে
কিছুক্ষন
পরপরই
এই
নামটি
সার্চ
করতে
থাকি।
অনেকগুলো
পেজ
আসে
কিন্তু তোমার আইডি আমার নাগালের বাইরে।
আমি জানি হয়তো কোনদিনই তোমার ব্লকলিস্টের
বাইরে আসতে পারব না।তবুও নামটি লিখি ছোট
একটু আশা নিয়ে। প্রতিদিনই তোমার বন্ধ
নম্বরগুলোতে কয়েকশত বার কল করি। আমি এটাও
জানি নম্বরগুলো কখনই আর সক্রিয় হবে না,বন্ধ
সংযোগ গুলো ভেদ করে কলটাও তোমার কাছে
পৌঁছাবে না।
তবুও কল করি, খুঁজি,সারাজীবন খুঁজেই যাব কিন্তু
পাব না! অবাক লাগে সবকিছু! তুমি আমার সুন্দর
জীবনটাতে শক্তিশালী সিডর হয়ে এসে শুধু
ধবংসাবশেষটুকুই রেখে গেলে,যা নিয়ে শুধু ভেতরে
ভেতরে শেষ হয়ে যেতে হবে কারন এই জীবনে তুমিই
আমার সব,আমার আর কিছুই নেই। তোমাকে ভোলা
হ্যাপীর পক্ষে কোন কালেই সম্ভব না। আমি যে
সত্যিই তোমাকে ভালবেসেছি,তাহলে ভুলব কী
করে! (ফেসবুক থেকে)

No comments:

Post a Comment