স্পোর্টস
ডেস্ক
:
ভারতের
বিরুদ্ধে
সিরিজ
জয়ের
আগেই
২০১৭
সালে
অনুষ্ঠিতব্য
আইসিসির
চ্যাম্পিয়ান
ট্রফি
খেলার
বিষয়টি
নিশ্চিত
করে
বাংলাদেশ। সেরা ৮টি দল খেলবে আইসিসির এই
গুরুত্বপূর্ণ আসরে। বাংলাদেশ সাত নম্বরে থেকে
নানা হিসাব নিকাশ মিলিয়ে এই বিষয়টি নিশ্চিত
করে। কিন্তু বাংলাদেশকে আইসিসির চ্যাম্পিয়ান
ট্রফি থেকে বাদ দেয়ার জন্য মহাপরিকল্পনা নিয়ে
মাঠে নেমেছে একটি মহল!
আত্মবিশ্বাসী বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার
বিরুদ্ধেও ভালো করবে বলে প্রত্যাশা। কিন্তু
ফলাফল দক্ষিণ আফ্রিকার অনুকূলে গেলেও
চ্যাম্পিয়ন ট্রফি খেলতে কোনো বাধা থাকার কথা
নয় বাংলাদেশের। এ বছরের সেপ্টেম্বর মাসের ১
তারিখের পূর্ব পর্যন্ত র্যাংকিং আটের মধ্যে
বাংলাদেশ নিশ্চিত থাকছে। হিসাবটা এমনই।
অর্থাৎ যে আটটি দেশ এই সময়ের মধ্যে সেরা আটে
থাকবে তারাই চ্যাম্পিয়ান ট্রফি খেলবে।
জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের
ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা এ বছরের আগষ্টে।
তাই এ সিরিজের ফলাফল সেরা আটে আঘাত হানার
কোনো কথা নয়। কিন্তু এবার শোনা গেল ভিণ্ন
কথা। সেটি হলো জিম্বাবুয়ে আগস্টে পাকিস্তান ও
ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় ম্যাচের
আয়োজন করতে যাচ্ছে।
চ্যাম্পিয়ান ট্রফিতে কোয়ালিফাইয়ের ‘ডেডলাইন’
অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের
কোনো ম্যাচ ছিল না। এখন হিসাবটা গোলমেলে
করে দিতে পারে আলোচিত এ ত্রিদেশীয় সিরিজ।
চ্যাম্পিয়নস ট্রফির হিসাবের বাইরে থাকা
জিম্বাবুয়ে এ ত্রিদেশীয় সিরিজের মূল
উদ্যোক্তা। জিম্বাবুয়ে র্যাংকিংয়ের আট এবং নয়
নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে
আমন্ত্রণ জানিয়েছে।
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সাথে খুব খারাপ
খেললে আটে নেমে আসতে পারে। কিন্তু এই
ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হলে চ্যাম্পিয়ান হওয়া
দলটি বাংলাদেশকে শেষ ধাক্কাটি দিতে পারে।
পাকিস্তান চ্যাম্পিয়ান ট্রফি খেলতে মরিয়া। তবে
জিম্বাবুয়ে আয়োজক হলেও হঠাৎ করে এই সিরিজ
আয়োজনের জন্য কোনো বড় পরিকল্পনা রয়েছে বলে
ধরেই নেয়া যায়!
Saturday, 27 June 2015
বাংলাদেশকে বাদ দেয়ার জন্য মহাপরিকল্পনা!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment