কোপা
আমেরিকায়
কোয়ার্টার
ফাইনালের
গুরুত্বপূর্ণ
ম্যাচের
আগে
হঠাৎ
বিতর্কে
জড়ালেন
দুঙ্গা!
ব্রাজিল
কোচের
এক
মন্তব্যে তোলপাড় ফুটবলমহল৷ তিনি এমন কথা
বলেছেন, যা শুনে মনে হবে সেটা বর্ণবিদ্বেষমূলক!
খেলার সময় এত সমালোচনা শুনতে হয়েছে, দুঙ্গা
নিজেকে অত্যাচারিত, নিপীড়িত আফ্রিকাজাত
ব্রাজিলীয়দের সঙ্গে তুলনা করে বসেন৷ দুঙ্গা
বলেন, ‘আমি যখন খেলতাম, তখন মাথায় বিরাট
বোঝা ছিল৷
৪০ বছর কোপা আমেরিকায় জিততে না পারার চাপ,
২৪ বছর বিশ্বকাপ জিততে না পারার চাপ নিয়ে
খেলতে হয়েছে আমাকে৷ মাঝে মাঝে মনে হত,
আমি বুঝি আমাদের দেশের আফ্রিকাজাত কেউ!
দিনের পর দিন যে আঘাত, যে চাপ আমাকে নিতে
হয়েছে, তাতে এই ভাবনাটাই বারবার ঘুরে-ফিরে
আসত৷ ব্যাপারটা এমন জায়গায় গিয়েছিল যে, লোকে
দেখলেই চিৎকার করে উঠত৷ বলত, ‘ওই, ওই যে
লোকটাকে পাওয়া গেছে৷ ওকে পিটিয়ে মেরে
ফেল৷’ কোনও কারণ ছাড়াই বলা হত, ‘এই লোকটাকে
আমরা পছন্দ করি না৷’
একথা বলেই মারধর, গালাগাল শুরু করে দিত৷ দুঙ্গার
এই মন্তব্য নিয়ে ফেসবুক, টুইটারে সমালোচনার ঝড়
বয়ে যায়৷ বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে বসেছেন,
এমনও অভিযোগ করা হয়৷ শেষ পর্যন্ত দুঙ্গাকে এই
মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিতে হয়েছে৷ বলেছেন,
‘কেউ যদি আঘাত পেয়ে থাকেন, আমি দুঃখিত৷’
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের ওয়েবসাইটে
দেওয়া এক বিবৃতিতে দুঙ্গা বলেন, ‘আমাদের দেশের
আফ্রিকাজাত মানুষদের নিয়ে আমি যা
বলেছিলাম, তাতে যদি কেউ আঘাত পেয়ে থাকেন,
তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি৷ এটা
আমার আবেগ বা অনুভূতির আসল পরিচয় নয়৷’
ব্রাজিলের কোচ বা ফুটবলার হিসেবে কতটা চাপ
থাকে, সেটা আরও একবার পরিষ্কার করে দেন দুঙ্গা৷
বলেন, ‘আমাদের দলে একটাই রাস্তা খোলা থাকে,
সেটা হল জেতা৷ সেটা করতে না পারলেই তার মূল্য
দিতে হয়৷
তবে এই দেশের প্রতিনিধিত্ব করা অবশ্যই আনন্দের
এবং বিরাট সম্মানের৷’ প্যারাগুয়ের বিরুদ্ধে
কোয়ার্টার ফাইনালে নামার আগে আরও একবার
উঠেছিল নেইমারের না থাকার প্রসঙ্গ৷ দুঙ্গা বলেন,
‘ওটা এখন ক্লোজড চ্যাপ্টার৷ আমাদের এখন
প্যারাগুয়ে নিয়ে ভাবতে হবে৷’ তবে উরুগুয়ের
বিরুদ্ধে ম্যাচে চিলির গঞ্জালো জারা যা
করেছেন, তা নিয়ে প্রশ্ন করা হলে নেইমারের
শাস্তি পাওয়ার উদাহরণ টেনে এনে দুঙ্গা বলেন,
‘নেইমারের ব্যাপারে কনমেবল খুব কড়া মনোভাব
দেখিয়েছে৷ আশা করি, বাকি সবার ক্ষেত্রেও ওরা
সেই একই মনোভাব দেখাবে৷’
www.mtnews24.com
No comments:
Post a Comment