Young Generation zone

Different kinds of audio clip , video clip and Magazines are available here

Recent Posts

Saturday, 27 June 2015

যে কারণে ক্ষমা চাইলেন ব্রাজিলের কোচ দুঙ্গা

কোপা
আমেরিকায়
কোয়ার্টার
ফাইনালের
গুরুত্বপূর্ণ
ম্যাচের
আগে
হঠাৎ
বিতর্কে
জড়ালেন
দুঙ্গা!
ব্রাজিল
কোচের
এক
মন্তব্যে তোলপাড় ফুটবলমহল৷ তিনি এমন কথা
বলেছেন, যা শুনে মনে হবে সেটা বর্ণবিদ্বেষমূলক!
খেলার সময় এত সমালোচনা শুনতে হয়েছে, দুঙ্গা
নিজেকে অত্যাচারিত, নিপীড়িত আফ্রিকাজাত
ব্রাজিলীয়দের সঙ্গে তুলনা করে বসেন৷ দুঙ্গা
বলেন, ‘আমি যখন খেলতাম, তখন মাথায় বিরাট
বোঝা ছিল৷
৪০ বছর কোপা আমেরিকায় জিততে না পারার চাপ,
২৪ বছর বিশ্বকাপ জিততে না পারার চাপ নিয়ে
খেলতে হয়েছে আমাকে৷ মাঝে মাঝে মনে হত,
আমি বুঝি আমাদের দেশের আফ্রিকাজাত কেউ!
দিনের পর দিন যে আঘাত, যে চাপ আমাকে নিতে
হয়েছে, তাতে এই ভাবনাটাই বারবার ঘুরে-ফিরে
আসত৷ ব্যাপারটা এমন জায়গায় গিয়েছিল যে, লোকে
দেখলেই চিৎকার করে উঠত৷ বলত, ‘ওই, ওই যে
লোকটাকে পাওয়া গেছে৷ ওকে পিটিয়ে মেরে
ফেল৷’ কোনও কারণ ছাড়াই বলা হত, ‘এই লোকটাকে
আমরা পছন্দ করি না৷’
একথা বলেই মারধর, গালাগাল শুরু করে দিত৷ দুঙ্গার
এই মন্তব্য নিয়ে ফেসবুক, টুইটারে সমালোচনার ঝড়
বয়ে যায়৷ বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে বসেছেন,
এমনও অভিযোগ করা হয়৷ শেষ পর্যন্ত দুঙ্গাকে এই
মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিতে হয়েছে৷ বলেছেন,
‘কেউ যদি আঘাত পেয়ে থাকেন, আমি দুঃখিত৷’
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের ওয়েবসাইটে
দেওয়া এক বিবৃতিতে দুঙ্গা বলেন, ‘আমাদের দেশের
আফ্রিকাজাত মানুষদের নিয়ে আমি যা
বলেছিলাম, তাতে যদি কেউ আঘাত পেয়ে থাকেন,
তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি৷ এটা
আমার আবেগ বা অনুভূতির আসল পরিচয় নয়৷’
ব্রাজিলের কোচ বা ফুটবলার হিসেবে কতটা চাপ
থাকে, সেটা আরও একবার পরিষ্কার করে দেন দুঙ্গা৷
বলেন, ‘আমাদের দলে একটাই রাস্তা খোলা থাকে,
সেটা হল জেতা৷ সেটা করতে না পারলেই তার মূল্য
দিতে হয়৷
তবে এই দেশের প্রতিনিধিত্ব করা অবশ্যই আনন্দের
এবং বিরাট সম্মানের৷’ প্যারাগুয়ের বিরুদ্ধে
কোয়ার্টার ফাইনালে নামার আগে আরও একবার
উঠেছিল নেইমারের না থাকার প্রসঙ্গ৷ দুঙ্গা বলেন,
‘ওটা এখন ক্লোজড চ্যাপ্টার৷ আমাদের এখন
প্যারাগুয়ে নিয়ে ভাবতে হবে৷’ তবে উরুগুয়ের
বিরুদ্ধে ম্যাচে চিলির গঞ্জালো জারা যা
করেছেন, তা নিয়ে প্রশ্ন করা হলে নেইমারের
শাস্তি পাওয়ার উদাহরণ টেনে এনে দুঙ্গা বলেন,
‘নেইমারের ব্যাপারে কনমেবল খুব কড়া মনোভাব
দেখিয়েছে৷ আশা করি, বাকি সবার ক্ষেত্রেও ওরা
সেই একই মনোভাব দেখাবে৷’

www.mtnews24.com

No comments:

Post a Comment