স্পোর্টস
ডেস্ক
:
হলো
না
ব্রাজিলের
প্রতিশোধ
হলো
ইতিহাসের
পুনরাবৃত্তি।
নির্বারিত
সময়ে
১-১
গোলে
খেলা
ড্র
হওয়ায় ৪র্থ কোয়াটার ফাইনালও গড়ায়
ট্রাইব্রেকারে। ভাগ্য নির্ধারণীর এই ম্যাচে
গতবারের মতই ৩-৪ গোলের ব্যবধানে ব্রাজিলকে
হারিয়ে প্যারাগুয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো।
সেমিতে তাদের প্রতিপক্ষ্য বিশ্ব রানারআপ
মেসির আর্জেন্টিনা।
এর আগে কোপা আমেরিকার চতুর্থ কোয়ার্টার-
ফাইনালে ১১ মিনিটে রবিনহো গোল করে
ব্রাজিলকে এগিয়ে রাখেন। ২য় অর্ধের ৭২ মিনিটে
ডি-বক্সে বল বিপদমুক্ত করতে গিয়ে বলে হাত
লাগান চিয়াগো সিলভা। পেনাল্টি থেকে গোল
করতে ভুল করেননি প্যারাগুয়ের ১০ নম্বর
জার্সিধারী দেরলিস গনসালেস।
গোল খেয়ে যেন এবার নড়ে চড়ে বসে ব্রাজিল। তবে
বেশ কয়েকবার আক্রমণে গেলেও প্যারাগুয়ের বড়
ধরণের বিপদ তৈরি করতে পারেনি দুঙ্গার দল। বরং
আচমকা ৮০তম মিনিটে পাল্টা আক্রমণে আরেকটি
সুযোগ তৈরি করে প্যারাগুয়ে। তবে গনসালেসের শট
ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক জেফারসন।
কোপা বর্তমান টুর্নামেন্টের নক আউট পর্যায়ে
একমাত্র ফাইনাল ছাড়া অন্য কোনো ম্যাচে
অতিরিক্ত সময় না থাকায় খেলা সরাসরি গড়ায়
টাইব্রেকারে। আর সেখান থেকে গতবারের মত
এবারো বিদায় নিলো ব্রাজিল।
mtnews24
No comments:
Post a Comment