Young Generation zone

Different kinds of audio clip , video clip and Magazines are available here

Recent Posts

Saturday, 27 June 2015

জেনে নিন, ক্রিকেটে নতুন ৩টি নিয়ম

স্পোর্টস
ডেস্ক
:
সময়ের
সঙ্গে
সঙ্গে
যোগ
হচ্ছে
নতুন
নিয়ম।
সেই
নিয়মের
বাইরে
নয়
মানুষ।
সময়ের
সঙ্গে পরিবর্তিত হয়েছে খেলাও। কখনো খেলার
সরলীকরণ, কখনো নিয়মাবলীর পরিবর্তন।
ক্রিকেটের ক্ষেত্রেও তেমনটাই হয়ে এসেছে, হলোও
তাই। ক্রিকেটের অভিধানে নথিভুক্ত করা হলো
আরো তিনটি নিয়ম। ফ্রি হিট, ডিআরএস, পাওয়ার
প্লে-তে নতুন নিয়ম আনলো আইসিসি।
* এতদিন একমাত্র ‘ওভার স্টেপিং’- নো বল হলেই
ফ্রি হিটের সুবিধা পেতেন ব্যাটসম্যানরা। এখন
থেকে ওভার স্টেপিং ছাড়াও বাকি যেকোনো
ধরনের নো বলেও থাকছে ফ্রি হিট।
* ডিআরএস পদ্ধতি ব্যাবহারের ক্ষেত্রে দেশের
ক্রিকেট বোর্ড যদি ডিআরএস পদ্ধতি নিতে
অস্বীকার করেন তা মানা হবে।
* শেষ দশ ওভারে থাকছে না পাওয়ার প্লে।
সর্বাধিক ৫ জন প্লেয়ারকে ৩০ মিটারের বাইরে
রাখতে পারবে ফিল্ডিং টিম।
ক্রিকেট শুরুর প্রথমদিনে যে নিয়মগুলো ছিল, যে
নিয়ম মেনে ক্রিকেট খেলা হত, সময়ের সঙ্গে সঙ্গে
তা ক্রমশ পরিবর্তিত হয়েছে। ১৯ শতকের
ক্রিকেটের থেকে ২০ শতকের ক্রিকেটের আরো
বেশি আনন্দদায়ক হয়েছে।
খেলার একঘেয়ামিভাব কাটাতেই এ পরিবর্তন
আনলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
বারবাডোসে আয়োজিত আইসিসির বার্ষিক
সন্মেলনে এ নিয়মের কথা জানান আইসিসি সিইও
ডেভ রিচার্ডসন।
মূলত বিভিন্ন দেশের অধিনায়ক এবং কোচদের
পরামর্শেই নথিভুক্ত হয় এই তিনটি আইন। রিচার্ডসন
বলেন, ক্রিকেটকে আরো বেশি জনপ্রিয় করতেই এ
সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।













২৭ জুন,২০১৫/এমটিনিউজ২৪

No comments:

Post a Comment