Young Generation zone

Different kinds of audio clip , video clip and Magazines are available here

Recent Posts

Friday, 3 July 2015

হ্যাপি জা বল্লেন

ছোটবেলার
চিত্রনায়িকা
হওয়ার
স্বপ্নপূরণ
হয়
২০১৩
সালে
এসে।
চলচ্চিত্রে
অভিষেক
ঘটে
মোস্তাফিজুর
রহমান
মানিক
পরিচালিত
‘কিছু
কিছু আশা কিছু ভালোবাসা সিনেমার’ মাধ্যমে।
এই সিনেমায় হ্যাপির সহশিল্পী হিসেবে অভিনয়
করেছেন মৌসুমী, শাবনূর, ফেরদৌস। ২০১৩ সালের
সেপ্টেম্বর মাসে মুক্তি পায় সিনেমাটি।
চিত্রনায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই চলচ্চিত্রে
আসার সেই হ্যাপীই সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন
আর সিনেমায় অভিনয় করবেন না। হ্যাপী জানান,
আমি আর মাত্র আমার হাতে থাকা দুটি সিনেমার
কাজ শেষ করে চলচ্চিত্রকে বিদায় জানাবো।
কিছু দিন আগে সংবাদ মাধ্যমে হ্যাপী বলেছিলেন,
সিনেমাতে অভিনয় করেই আমার ঝলমলে ক্যারিয়ার
হতে পারত। আমার যথেষ্ট সম্ভাবনাও তৈরি
হয়েছিল। আমি চেষ্টা করলে চিত্রনায়িকা হিসেবে
বেশ ভালোভাবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে
পারতাম। প্রথম সিনেমার পরই অনেক নির্মাতা
আমাকে নিয়ে কাজ করতে চেয়েছেন। রুবেলকে
ভালোবেসে সেই মোহ আমি ত্যাগ করেছি। আমার
ভালোবাসার মূল্য দেয়নি রুবেল। আমি এখনও চাই
সে (রুবেল) ফিরে আসুক, আমি তাকে ক্ষমা করে
দিব।

No comments:

Post a Comment