হতাশ
বাংলাদেশ
ক্রিকেট
বোর্ড।
দীর্ঘদিন
পরে
দলে
ডাক
পান
এক
সময়ের
ণৈপুন্য
প্রদর্শনকারী
বোলার
সোহাগ
গাজী ও আবদুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট
বোর্ড তাদেরকে পরখ করে নিতে ব্যাট-বল হাতে
তুলে দেন। কিন্তু তারা হতাশ করেছেন বিসিবি ও
টাইগার ভক্তদের।
অন্যদিকে একটি কথা বলতেই হয়। সেটি হলো রনি
তালুকদারকে নিয়ে। পাকিস্তানের বিপক্ষে
প্রস্তুতি ম্যাচে রনি তালুকদার কোনো রান না
করেই আউট হন।
ঘরোয়া ক্রিকেটে ভালো করে আসা রনি তালুকদার
জাতীয় দলের একাদশে সুযোগ পাওয়ার জন্য হয়তো
অপেক্ষাই বাড়ালেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
স্কোয়াডে যায়গা পাওয়ার জন্য প্রস্তুতি ম্যাচে
ভালো করার কোনো বিকল্প ছিল না তার।
কিন্তু হতাশ করেছেন তিনি। অন্যদিকে অভিজ্ঞ
রাজ্জাক ও গাজীও ব্যাট ও বল কোনোটিতে
নিজেদের মেলে ধরতে পারেনি। আর সর্বশেষ
রিপোর্টে মাঠের চিত্র হলো, ৭ ওভার ৪ বলে ৬৬
রান।
বাংলাদেরশের বোলাররা এখন পর্যন্ত কোনো
উইকেট নিতে পারেনি। অন্যদিকে মাত্র ৯৯ রানেই
দুই ওভার হাতে থাকতে আল আউট হয় বিসিবি
No comments:
Post a Comment